শিরোনাম
রংপুর, ২৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস): খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়।
সকাল ৯টা থেকে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ভিড় করে। রংপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে পালক প্রধান রেভারেন্ট সখরিয় বৈরাগী নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন তারা। পরে অতিথিদের নিয়ে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের ৭২ পতাদিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, এনডিসি এ এফ ডব্লিউ সি পিএসসি, মেট্রো পুলিশ কমিশনার মজিদ আলী, ৩০ ইষ্ট বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদুর রহমান, পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, চার্চের সাধারণ সম্পাদক ফ্রান্সিস জয়ন্ত মজুমদার, বাংলাদেশ খ্রিষ্টীয়ান এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক রমিথ কিংসন মজুমদারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বড়দিন উপলক্ষে রংপুরে ব্যাপটিস্ট চার্চ এবং ক্যাথলিক চার্চগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়। আলপনা আঁকা, যিশু জন্ম দৃশ্য, বৃক্ষসহ বড়দিন উদযাপনের নানা সামগ্রী তৈরি করা হয়। বড়দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসানলয় থেকে বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়। বড়দিনকে ঘিরে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।