শিরোনাম
চাঁদপুর, ২৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস): কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক সড়কের চাঁদপুর অংশের দুইপাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত। তিনি জানান, যানজট নিরসন ও যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে।
সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর মাস থেকে আঞ্চলিক এই সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সব জায়গা দখলমুক্ত করা হবে।