শিরোনাম
রংপুর, ২৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস): বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রংপুরে আয়োজিত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪-এর শেষ হয়েছে।
বৃহস্পতিবার রাতে রংপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রংপুর বিসিক কার্যালয় আয়োজিত এই মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বিসিক রংপুর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এহেছানুল হক। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তৃতায় রায়হান কবির বলেন, তরুণদেরকে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
মেলায় অংশগ্রহণকারী ৯৩জন উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট এবং নয়জন সেরা উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।