শিরোনাম
রংপুর, ২৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস): রংপুর নগরীতে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব একটি অভিযান চালিয়ে ৩৫১ দশমিক ৩৮ গ্রাম হেরোইনসহ দু’জনকে আটক করেছে।
আজ শুক্রবার বিকেলে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) একটি চৌকস আভিযানিক দল নগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫১ দশমিক ৩৮ গ্রাম হেরোইন উদ্ধারসহ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উপর রাজরামপুর গ্রামের মো. মৃত শহিদুল ইসলামের পুত্র মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. সাবিনা বেগম (৩২)।
আসামিদ্বয়ের বিরুদ্ধে রংপুর মোট্রোপলিটান পুলিশের (আরপিএমপি) রংপুর মাহিগঞ্জ থানায় র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরপূর্বক আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।