বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০

ময়মনসিংহে জাসদ নেতাসহ গ্রেফতার -২

জাসদের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

ময়মনসিংহ, ২৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলায় গতরাতে জাসদ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাসদের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজল। এ সময় মিন্টুর সরঙ্গ থাকা একটি শটগানও জব্দ করা হয়।

জানা যায়, গত ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক সংসদ মোহিত উর রহমান শান্তর বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করেন মিন্টু। সেসময় কলেজ ছাত্র রিদওয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে এ ঘটনায় পুলিশ ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে একাধিক হত্যা মামলা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১১টার দিকে নগরীর মাদ্রাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিএনপির পক্ষ থেকে করা হত্যা মামলায় মিন্টু ১০৮ নম্বর আসামি। তাকে ওই হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।