বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস): শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী আজ ময়মনসিংহে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

এ উপলক্ষে রোববার সকালে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পাচায’র জীবনী নিয়ে সংগ্রহশালা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, সংগ্রহশালার উপ কীপার সুলতান মাহমুদ, সহ কীপার মুকুল দত্ত, ফিল্ম এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ফেরদৌসী আক্তার, ময়মনসিংহ জেলা স্কুলের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী হাসান মাসুদ, আব্দুর রাজ্জাক ও মনি রানী।

এ সময় আয়োজিত জন্মবার্ষিকীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮০ জন শিশু-কিশোর অংশ নেয়।