শিরোনাম
কুড়িগ্রাম, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলায় দুস্থ ও প্রতিবন্ধি শীতার্ত মানুষের মাঝে বিজিবি কম্বল বিতরণ করেছে।
আজ সোমবার দুপুরে শহরের বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ বিজিবি সদস্যরা।
অধিনায়ক লে. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।