শিরোনাম
চাঁদপুর, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল ৫টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সদরের চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়।
পরে জব্দকৃত বাল্কহেড এবং আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।