বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

রংপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

রংপুর, ৩১ ডিসেম্বর, ২০২৪ ( বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে সিটি করপোরেশন এলাকার ১৯, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে আজ কম্বল বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় নগরীর জুম্মাপাড়া আল হেরা ইন্সটিটিউট মাঠে শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

২৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মজিদ মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ।