বাসস
  ০১ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ

শিক্ষার্থীতে হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাসস

জয়পুরহাট, ১ জানুয়ারি,  ২০২৫ (বাসস) : উৎসবমুখর পরিবেশে বছরের প্রথমদিনে জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টায় জয়পুরহাট শহরের নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আক্তার জাহান, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।