শিরোনাম
রংপুর, ৯ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : রংপুর নগরীর বাস টার্মিনাল এলাকার গাজী বকুল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তরিকুল নামে এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার দিনই বকুল হত্যায় তার স্ত্রী মামলা করেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তরিকুল রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মজিদ আলী সাংবাদিকদের এ কথা জানান।
আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি তরিকুল ইসলাম স্বীকার করেছেন যে, মহানগরীর বাস টার্মিনাল এলাকায় জিসান আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে তাতে গাজী বকুল নামে এক ব্যক্তি নারীদের দিয়ে অসামাজিক কাজ করাতেন।
ঘটনার দিন গত বছরের ২৮ অক্টোবর রাতে নীলফামারী থেকে তরিকুল ও সুজন নামের দুজন ওই ভাড়া বাসার ফ্ল্যাটে আসেন এবং তারা টাকার বিনিময়ে সেখানে থাকা দুই নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন।
এ সময় গাজী বকুল ও তার সহযোগীরা ওই নারীসহ তরিকুলের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তরিকুলের কাছে চুক্তির টাকা ছাড়াও তিন লাখ টাকা চান।
টাকা দিতে অস্বীকার করলে বকুল ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এক পর্যায়ে তারা টাকা দিতে রাজি হলে, তাদের একটি কক্ষে আটকে রেখে টাকা সংগ্রহ করার সুযোগ দেওয়া হয়।
রাত গভীর হলে গাজী বকুলের সহযোগীরা চলে যায়। এই সুযোগে তরিকুল ও সুজন কৌশলে রুম থেকে বের হয়ে বকুলের মুখ, হাত ও পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
বকুলকে শ্বাসরোধে হত্যার করার বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনার দিনই বকুল হত্যায় তার স্ত্রী মামলা করেন।
প্রযুক্তি ব্যবহার করে তরিকুলকে বুধবার সকালে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত থাকার অভিযোগে বাড়ির মূল মালিক জিসান আহমেদ ও জাবেদ নামের আরও দুজনকে গ্রেফতার করা হয়।
আসামি তরিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন।