শিরোনাম
চট্টগ্রাম, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি করে রামদা, দেশীয় এলজি ও বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত দু’জন হলেন- আরাফাত মামুন (৪৮) ও বিপ্লব বড়ুয়া (৩৫)।
বৃহস্পতিবার (৬ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সংম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
তিনি জানান, গত ৪ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরিবউল্লাহপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, গত ২৪ জানুয়ারি রাউজানের নোয়াপাড়া এলাকায় শুঁটকি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জুমার নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে খুন করেন। ওই ঘটনায় তার মামাতো ভাই মো. আব্বাস উদ্দিন আহত হন। জাহাঙ্গীর আলম নগরের আসাদগঞ্জে পাইকারি শুঁটকি ব্যবসায়ী। এছাড়াও তার নোয়াপাড়া পথেরহাট এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে রমজান আলী ও গিয়াস উদ্দীন নামে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অবস্থান শনাক্ত করে গত মঙ্গলবার দিবাগত রাতে আসামি আরাফাতকে গ্রেফতারে রাউজান থানার পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। আরফাত তার মামার বাসায় ছিলেন। গ্রেফতার করতে ওই বাড়ি ঘেরাও করলে আরাফাত এবং তার সহযোগী বিপ্লব বড়ুয়া গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের আমরা ধরতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার সানতু বলেন, গ্রেফতারকৃত আরাফাতের বিরুদ্ধে রাউজান থানায় দ্রুত বিচার আইনে একটি, মারামারির দু’টি, অপহরণ ও চাঁদাবাজির দু’টি এবং খুনের একটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় একটি খুনের এবং চান্দগাঁও থানায় একটি চেক প্রত্যাখ্যানসহ মোট আটটি মামলা রয়েছে।