বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৫

ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লক্ষ্মীপুরে ঈদ উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে জেলা প্রশাসনের উদ্যোগেে রোববার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৬ মার্চ ২০২৫ (বাসস): ঈদ উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ঈদ উপলক্ষে জেলার প্রত্যকটি হাট-বাজার ও মজু চৌধুরীরহাট লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও  ঈদকে কেন্দ্র করে চুরি-ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড যেন না ঘটে এবং মানুষ যেন নিরাপদে-নির্বিঘ্নে কেনাকাটাসহ ঈদ উদযাপন করতে পারে, সেদিকে পুলিশ প্রশাসনের কড়া নজর রয়েছে। 

তিনি বলেন, এলাকাবাসীর  নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত আছে । 

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হাট-বাজারে কেনাকাটা করতে গিয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত আছে।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রসাশক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানাসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।