বাসস
  ১৮ মার্চ ২০২৫, ১৪:৪০

ঝিনাইদহে ঈদ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ছবি : বাসস

ঝিনাইদহ, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পৌরসভার সহযোগিতায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮ টায় আলিয়া মাদ্রাসা মাঠ, সাড়ে ৮ টায় সরকারি মডেল মসজিসসহ  স্থানীয় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, জেলাবাসী যেন নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।