শিরোনাম
ঝিনাইদহ, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শৈলকূপায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত নারীর শিশু সন্তান। শিশুটি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত নারীর নাম রিপা খাতুন (২৬)। তিনি শৈলকূপা উপজেলার গাবলা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
আজ সোমবার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজারের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে চাঁদপুর গ্রামে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিকে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি রাস্তায় ছিটকে পড়ে । ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রিপা খাতুন মারা যান।