বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুনাকের শ্রদ্ধা

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

আজ সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনাক সভানেত্রী আফরোজা হেলেন সকাল নয়টায় পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় পুনাকের নেতারা উপস্থিত ছিলেন।