শিরোনাম
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৪ (বাসস): সাংবাদিক শেখ মো. রিজভী নেওয়াজের স্থায়ী এক্রিডিটেশন কার্ড বাতিল কেন বেআইনি হবে না- জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ.কে.এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ এ আদেশ দেন।
তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চ্যানেল আইয়ের সাংবাদিক শেখ মো. রিজভী নেওয়াজের স্থায়ী এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। বিষয়টি নিয়ে হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে আজ রুল জারি করে আদেশ।
রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার মুহতাদী হোসেন।
ব্যারিস্টার নাজিয়া কবির বাসসকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৭ নভেম্বর সাংবাদিক শেখ মো. রিজভী নেওয়াজের স্থায়ী এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। আজ প্রাথমিক শুনানি নিয়ে ওই এক্রিডিটেশন কার্ড বাতিল কেন আইনগতকর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন ওই কার্ড পুনর্বহালের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।