বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

চ্যারিটি কনসার্ট আয়োজনে পাশে থাকবে সেনাবাহিনী 

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাহায্যার্থে স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে একটি  চ্যারিটি কনসার্ট আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহিদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। উল্লেখিত কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবে ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে আসা বিমানযাত্রী বহনকারী যানবাহনসমূহ বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেইট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনি মধ্য দিয়ে বিমানবন্দরে যেতে পারবে। এছাড়াও, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সমূহকে একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে।

উল্লেখ্য, এই বিশেষ সুবিধাটি আগামী ২১ ডিসেম্বর বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে। 

মহতী এই উদ্যোগকে সফল করতে কনসার্ট উপলক্ষে আর্মি স্টেডিয়াম ব্যবহারের জন্য সেনাবাহিনী কর্তৃক কোনো ভেন্যু চার্জ নেওয়া হবে না।