শিরোনাম
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহায়তা প্রদান করছে জাপান।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব এম আবেদীন এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, জাপান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে তার দায়িত্ব সফলভাবে পালন করার জন্য ধন্যবাদ জানান।
জাপানকে বাংলাদেশের একমাত্র বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী অভিহিত করে বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তা প্রদানের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি জাপানের বিনিয়োগকারীদের আইসিটি, চিকিৎসা সরঞ্জাম ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের অবসানে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
বৈঠককালে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বৈঠককালে উপস্থিত ছিলেন।