শিরোনাম
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস): ড. আসিফ নাইমুর রশিদকে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. রশিদ সোনালী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদানের পর তার উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি এই দায়িত্ব গ্রহণ করে এবং সম্মানিত প্রতিষ্ঠানে অবদান রাখতে পারব বলে আনন্দিত। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সোনালী ব্যাংকের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তার মাধ্যমে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
ড. রশিদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
তিনি কানাডার বিসি রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং স্টাডিজ (টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।