বাসস
  ১৮ মার্চ ২০২৫, ১৫:২৪

পিপিপি ভিত্তিতে এনএসইজেড-এ সোলার পিভি স্থাপন করবে সরকার

ঢাকা, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর ভিত্তিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প (এনএসইজেড)-এ গ্রাউন্ড মাউন্টেড সোলার পিভি (১০০-২০০ মেগাওয়াট) স্থাপনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। 

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি’র দশম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। 

প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়।