বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫৩

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও অধ্যাপক শেখ শরিফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের পর তাদের এ অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ অব্যাহতির ঘোষণা দেওয়া হয় বলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, দুই অধ্যাপককে তাদের নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে ২৪ এপ্রিল সকালে সরকার আনুষ্ঠানিকভাবে ভিসি ও প্রো-ভিসি’র অপসারণ প্রক্রিয়া শুরু করে।