বাসস
  ২৮ জুলাই ২০২৩, ১৯:৩৭

বান্দরবানে গরীব মানুষদের রিকশা দিলেন বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান, ২৮ জুলাই, ২০২৩ (বাসস) : বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গরীব ও অসচ্ছল মানুষের মাঝে রিকশা বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 
তিনি আজ বান্দরবান সদরে রাজার মাঠে জেলা সদরের ২০ জন গরীব মানুষের প্রত্যেককে ১টি করে বিনা মূল্যে রিকশা প্রদান করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, গরীব ও অস্বচ্ছল মানুষদের পাশে থেকে তাদের স্বাবলম্বী করতে এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা দিতে প্রধানমন্ত্রী সব সময় জনপ্রতিনিধিদের তাগাদা ও পরামর্শ দিয়ে আসছেন। বর্তমান সরকার দেশব্যাপী বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে, হিজড়া ভাতা, বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান করে আসছে।
বর্তমান সরকারকে গরীব বান্ধব সরকার উল্লেখ করে বীর বাহাদুর বলেন, সরকার গৃহহীনদের জায়গাসহ ঘর তৈরি করে দিচ্ছে। একটি বাড়ি, একটি খামার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মিশ্র ফলের বাগান সৃজন, নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গাভী বিতরণ, কৃষিক্ষেত্রে ও গৃহস্থালী কাজে নারীদের স্বাবলম্বি করতে বিভিন্ন কৃষি সরঞ্জাম উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার।
মন্ত্রী বলেন, যেসব দুর্গম জায়গায় বিদ্যুৎ নাই, সেসব জায়গায় বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, পাহাড়ি মানুষের দুর্গম পথে চলাচলের পথ সহজ করতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটিয়েছে সরকার। 
বান্দরবান জেলার শিক্ষার ব্যবস্থার উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বীর বাহাদুর বলেন, যেখানে বান্দরবানে একটি-দু’টি কলেজ ছিল, বর্তমানে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৪ বছরে ১৪টি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, বান্দরবানের প্রতিটি উপজেলায় হাইস্কুল, কলেজ রাস্তাঘাট, হাসপাতাল, এ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগ্রেড স্টেশন হয়েছে। 
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কাউকে পেছনে ফেলে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। সকলের সমঅধিকার নিশ্চিত এবং সুজলা সুফলা একটি বাংলাদেশ তৈরি করতে সবাইকে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বান্দরবানকে কৃষি ফলনে সবুজ বিপ্লবের নগরী আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বান্দরবানের উৎপাদিত আম, কাঁঠাল, আনারস, কলা, ড্রাগন ফল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানী করা হচ্ছে। তিনি বলেন, বান্দরবান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলায় পরিণত হওয়ার দিকে এগুচ্ছে। আর এসব কিছুর প্রেরণাদাতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ¤্রাে সভাপতিত্ব করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস আক্তার, সহকারী পুলিশ সুপার মো. মোজাফফর, বান্দরবান
পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।