বাসস
  ০৯ আগস্ট ২০২৩, ১৮:৪১

এটা আমাদের জন্য একটি স্বপ্ন : জুঁই 

খুলনা, ৯ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলার তেরখাদা উপজেলার শিয়ালি সেকেন্ডারি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার জুঁই বাড়ি পেয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।
আজ সে বাসসকে বলেছে, ‘এটা আমাদের জন্য একটি স্বপ্ন। একটি জমিতে আমাদের একটি নিজের বাড়ি হবে- তা আমি কল্পনাই করতে পারিনি। আমার শ্রমিক বাবা আমাদের এ স্বপ্নটি পূরণ করতে পারেনরি। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন।’
তেরখাদার ‘বারাসাত সোনার বাংলা পল্লী’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেয়ার পর- জুঁই খুবই আনন্দের সাথে তার উচ্ছ্বাস প্রকাশ করে।    
চট্টগ্রামের একটি লবন কারখানার শ্রমিক মোহাম্মদ মোকাররমের মেয়ে জুঁই (১৫) আরো বলে, ‘আমার বাবার স্বল্প আয়ে আমাদের ছয় সদস্যের পরিবারের চলতে খুবই কষ্ট হতো।’
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জুঁই সবচেয়ে ছোট। 
সে বলে, আমি প্রায়ই বাবাকে বলতাম- তুমি তোমার সারা জীবনেও একটি ছোট কাঁচা বাড়িও কিনতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী আজ আমাদের একটি আধা-পাকা বাড়ি উপহার দিয়েছেন।
জুঁই বলে, ‘উপজেলার আনন্দনগরে আঠারোবেকি নদীর তীরে খাস জমিতে একটি বাড়ি পেয়ে আমরা খুব খুশি।’