বাসস
  ১৬ আগস্ট ২০২৩, ১২:৪৭
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৩:০৫

লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে ২৭ জন নিহত, ১০০ জনেরও বেশি আহত: চিকিৎসক

ত্রিপোলি, ১৬ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক): লিবিয়ার রাজধানী  ত্রিপোলিতে দু’টি নেতৃস্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে। বুধবার ইমার্জেন্সি মেডিসিন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
ত্রিপোলির পশ্চিমে জরুরি পরিষেবা প্রদানকারী ইমার্জেন্সি মেডিসিন সেন্টার রাতে তাদের ফেসবুক পেজে ‘প্রাথমিক’ এই হিসাব প্রকাশ করেছে।
প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘর্ষ চলে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এই দুই মিলিশিয়া গ্রুপ ক্ষমতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।