বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

জয়পুরহাট, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে' এ শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকালে জেলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। অনুষ্ঠানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের উপর একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার সোহেল মিয়া। আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, স্থানীয় উন্নয়ন সংস্থা " জাকস ফাউন্ডেশনের" নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন, জেলা চেম্বারের পরিচালক এম এ করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন ও সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু প্রমূখ। 
বক্তারা বলেন বর্তমান সরকারের আমলে দেশে অবাধ তথ্য প্রবাহের কারনে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।