বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১

রটারডামে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত, সন্দেহভাজন গ্রেফতার

দ্য হেগ, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : নেদারল্যান্ডসের রটারডাম শহরে বৃহস্পতিবার পৃথক দু’টি স্থানে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। খবর সিনহুয়ার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্দুক হামলায় ৩৯ বছর বয়সী এক মহিলা এবং ৪৩ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ হামলায় ওই মহিলার ১৪ বছর বয়সী এক কন্যা গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়।
খবরে বলা হয়, এ হামলার ঘটনায় ৩২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে রটারডামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানের একটি বাড়িতে ওই মহিলা ও তার কন্যাকে গুলি করায় তাকে অভিযুক্ত করা হয়েছে। পরে সে মেডিকেল সেন্টারের এক শিক্ষককেও গুলি করে।
পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। সন্দেহভাজন ওই ব্যক্তি এককভাবে এ কাজ করে। তবে তার উদ্দেশ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ২০২১ সালে পশু নির্যাতনের জন্য লোকটিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং এ ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতো যেখানে সে মহিলা এবং তার মেয়েকে গুলি করে।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, তিনি রটারডামে ‘নাটকীয় ঘটনা’ দেখে শোকাহত হয়েছেন এবং দু:খ প্রকাশ করেছেন।