বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪

পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন রাখা কর্মসূচির উদ্বোধন

রাঙ্গামাটি, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ড পর্যায়ের এলাকা ভিত্তিক জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের কাঠালতলী পাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, কাঠালতলী সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা ডা: আশুতোষ বড়ুয়া, সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মীর জসিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ, শাহেদা আকতার, সদস্য ফাতেমা জান্নাত মুমু, মঈনুদ্দিন বাপ্পী, তারেক আহম্মেদ প্রমুখ।
এ সময়  মেয়র বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে শহরের মূলসড়ক ছাড়াও প্রতিটি ওয়ার্ডের এলাকায় পৌরসভার পক্ষ থেকে ছোট-বড় তিন ধরনের ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। এতে শহর অনেক পরিচ্ছন্ন থাকবে বলে আশা করছেন পৌর মেয়র।
কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার প্রতিটি ঘরে-ঘরে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ করা হয়।