বাসস
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন ৫ নভেম্বর 

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৩ (বাসস) : একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষীপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আজ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোট গ্রহণ ৫ নভেম্বর। 
এর আগে, গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি উকিল আব্দুস