শিরোনাম
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস) : সাবেক ব্রিটিশ বহুজাতিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইসন্স বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াহেদ গতকাল রোববার ইন্তেকাল (ইন্নালিল্লাহে ওয়া ইন্না,,,,,রাজেউন) করেছেন।
তিনি বার্ধক্যজনিত জটিলতায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সুত্র একথা জানিয়েছে।
মো. আব্দুল ওয়াহেদ ছিলেন যুক্তরাজ্য থেকে আসা কয়েকজন ফার্মেসি গ্র্যাজুয়েটদের একজন। তিনি কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট থেকে ১৯৫৫ সালে বি ফার্ম এ স্নাতক ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশের স্বাধীনতার পর দেশের ওষুধ শিল্পের মানকে সমৃদ্ধ করার অন্যতম স্থপতি ছিলেন তিনি। স্বাধীনতার আগে বাংলাদেশে ফিরে আসার আগে তিনি আরেকটি ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল গ্ল্যাক্সোর সাথে যুক্তরাজ্যে কর্মজীবন শুরু করেন।
গতকাল বাদ আছর ঢাকার গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) মরহুম ওয়াহেদের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।