বাসস
  ১০ অক্টোবর ২০২৩, ১৩:০১

ইসরাইল-হামাস সহিংসতায় ১৮ থাই নাগরিক নিহত : থাইল্যান্ড

ব্যাংকক, ১০ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক) : ইসরাইলি বাহিনী এবং হামাস যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১৮ নাগরিক নিহত হয়েছে। এরআগে ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। থাই সরকার মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাক্কাাপং সংমানী নিহতের হালনাগাদ তথ্য দিয়ে বলেন, সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে হাজারো থাই নাগরিককে সরিয়ে নেওয়ার ব্যাপারে কাজ করছে। ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শনিবার এ সংঘাত ছড়িয়ে পড়ে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র পৃথকভাবে বলেন, এ সংঘাতে আরো ৯ থাই নাগরিক আহত এবং ১১ জন বন্দী হয়েছে।
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে প্রায় ৩০,০০০ থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে।
জাক্কাপং বলেন, থাইল্যান্ডের প্রায় ৩,০০০ নাগরিক দেশে ফিরে আসার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইল-গাজা সংঘাতে ১,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এ সংঘাত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য একটি ‘দীর্ঘ এবং কঠিন’ লড়াইয়ের সতর্কবার্তা।