বাসস
  ১৪ অক্টোবর ২০২৩, ১৩:২২

‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখতে নওগাঁয় দর্শকদের উপচে পড়া ভিড়

নওগাঁ, ১৪ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলা শহরের ‘তাজ সিনেমা’ হলে  চলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। হল কর্তৃপক্ষ প্রতিদিন চারটি শো’তে প্রদর্শন করছে। গতকাল প্রতিটি শো’তে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সিনেমাটি দেখতে শুক্রবার সান্ধ্যকালীন শো-তে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম, সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল ও রাত ৯'টা থেকে অনুষ্ঠিত রাত্রিকালীন শো’তে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি পুরো সিনেমাটি দেখেন। এই দুটি শো’তে তাদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শক সিনেমাটি দেখেন।
সিনেমা দেখার পর খাদ্যমন্ত্রী এবং সংসদ সদস্যগণ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন বাজি রেখে প্রাণপন সংগ্রাম চালিয়ে গেছেন। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সংগ্রামী জীবন এবং নানা সংগ্রাম আন্দোলনের চিত্র স্পষ্টভাবে  প্রস্ফুটিত হয়েছে। সিনেমাটি সবার দেখা উচিৎ।