বাসস
  ১২ নভেম্বর ২০২৩, ১৫:১৯
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৬:৪৮

সারাদেশে বিএনপি-জামায়েতের অবরোধে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন 

ঢাকা,১২ নভেম্বর,২০২৩(বাসস):  ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুনসহ সারাদেশে ১৫২ প্ল¬াটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।  
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় অবরোধ কর্মসূচি পালন এবং পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে দেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য পুলিশ, আনসার, এলিট ফোর্স র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ রোববার  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্ল¬াটুন স্ট্যান্ডবাই রয়েছে। তারা গুরুত্বপূর্ণ স্থানসহ রাস্তায় টহল দিচ্ছেন।