শিরোনাম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৩ (বাসস) : আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারাদেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পঞ্চম দফায় বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধের শেষ দিন আজ। ২৮ অক্টোবরের বিএনপি’র সমাবেশের পর থেকেই দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে।