বাসস
  ১৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৭

ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৩ (বাসস) : বাংলাদেশ ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার সংস্থাটির ৪২তম সাধারণ সম্মেলনে তুমুল প্রতিদ্বন্দি¦তাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ নির্বাচিত হয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনে দুই বছর পর বাংলাদেশ আবার ২০২৩-২৭ মেয়াদে বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হলো।
 শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘ইউনেস্কোতে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে আমাদের গভীর সম্পৃক্ততা ও কূটনৈতিক অগ্রগতিরই ফল।’ 
দীপু মনি ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।
তিনি বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউনেস্কোর সকল সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কঠোর পরিশ্রম ও সংস্থাটির সাথে কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।
শিক্ষামন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নকে ত্বরান্বিত করতে সবার সঙ্গে অংশীদারিত্বে কাজ করা আমাদের অঙ্গীকার।
এর আগে সোমবার, বাংলাদেশ তার প্রার্থীতার জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে ইউনেস্কোতে একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করে। এতে বাংলাদেশ এসডিজির পাঁচটি স্তম্ভের ওপর তার কার্যক্রম তুলে ধরে।
ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বলেন, এই বিজয় ইউনেস্কোতে বাংলাদেশের গঠনমূলক কর্মকা- এবং দেশের ভারসাম্যপূর্ণ, প্রগতিশীল ও নীতি-ভিত্তিক পররাষ্ট্রনীতির সমষ্টিগত ফলাফল।
জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংগঠন ইউনেস্কো ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম আন্তর্জাতিক সংস্থা।