বাসস
  ২০ নভেম্বর ২০২৩, ২১:৫১
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২৩:৪৯

আমরা নির্বাচনে যাওয়ার কাজ শুরু করেছি : মুজিবুল হক চুন্নু

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৩ (বাসস) : জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। আমাদের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী । তবে জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদের নির্বাচনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা তিনশো আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। নির্বাচনে আমরা আস্থার পরিবেশ চাই। এখন জাতীয় পার্টি কোন জোটের সাথে নেই। আমরা তিনশো আসনেই আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
এদিকে আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের এমপিও মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। এছাড়া  জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রানা মোহাম্মদ সোহেল (অব.) এমপি, আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।  মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৫৫৭টি ফরম গ্রহণ করেছেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতা-কর্মীরা।