শিরোনাম
সিলেট, ২৮ নভেম্বর, ২০২৩ (বাসস) : ওপেনার মাহমুদুল হাসান জয়ের হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত ৫৫ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান করেছে বাংলাদেশ।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৭৫ বলে ৩৯ রানের জুটি এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জুটিতে ৪১ বল খেলে ১টি চারে ১২ রান তুলে নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের বলে বোল্ড হন জাকির।
জাকিরের বিদায়ে উইকেটে এসে নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হন শান্ত। ২টি চার ও ৩টি ছক্কায় বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু ২৫তম ওভারে স্পিনার গ্লেন ফিলিপসের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে মিড অনে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৫ বল খেলে ৩৭ রান করা শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে জয়-শান্ত ৭১ বলে ৫৩ রান যোগ করেন।
শান্ত ফেরার ১৬ বল পর মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে ৯৩ বল খেলেন জয়।
জয়ের সাথে ১৭১ বলে ৮৮ রানের জুটি গড়ে প্যাভিলিয়নে ফিরেন মোমিনুল। ইনিংসের ৫৩তম ওভারে ফিলিপসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দেন ৪টি চারে ৭৮ বলে ৩৭ রান করা মোমিনুল।
মোমিনুল ফেরার পরের ওভারে সাজঘরে ফিরেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথে হাঁটতে থাকা জয়। স্পিনার ইশ সোধির বলে স্লিপে ড্যারিল মিচেলকে ক্যাচ দেন তিনি। ১১টি চারে ১৬৬ বলে ৮৬ রানের দারুন ইনিংস খেলেন জয়।
চা-বিরতির ঠিক আগ মুর্হূতে ৫ বল ও ৪ রানের ব্যবধানে বিদায় নেন মোমিনুল-জয়। এরপর দ্বিতীয় সেশনের বাকী ৯ বল বিপদ ছাড়া পার করে দেন মুশফিকুর রহিম ও অভিষেক হওয়া শাহাদাত হোসেন। মুশফিক ১ ও শাহাদাত খালি হাতে বিরতিতে যান।
নিউজিল্যান্ডের ফিলিপস ২টি, প্যাটেল ও সোধি ১টি করে উইকেট নেন।