বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:২৭

শরিকদের ৭ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের সাতটি আসনে ছাড়ে দিয়েছে আওয়ামী লীগ।
এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে ৩টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩টি এবং জাতীয় পার্টি জেপিকে দেয়া হয়েছে ১টি আসন।
আজ বৃহষ্পতিবার রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া-৪ আসন জাসদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে ওয়ার্কার্স পার্টিকে দেয়া হয়েছে, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসন। আর পিরোজপুর-২ আসন পাচ্ছে জেপি (মঞ্জু)।