শিরোনাম
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিন দিনব্যাপী মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়।
মহান বিজয় দিবসের এ দিনে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরআন খানি এবং মহান বিজয় দিবস ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরীক্ষা ও হিসাব বিভাগের সেবার মান আরও সুসংহতকরণের লক্ষ্যে আলোচনা সভা।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের, মহান মুক্তিযুদ্ধের শহিদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকলের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।