বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:৫৫
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫

কুয়েতের আমিরের ইন্তেকালে আগামী সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তেকালে আগামী ১৮ ডিসেম্বর সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।