শিরোনাম
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
তিনি আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ইসলামিক বিশ্বের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার ও সে দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপ্রধান কুয়েতের জনগণের উত্তরোত্তর শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে আশা করেন আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে।