বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪

কুয়েতের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বার্তা

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুয়েতে তাঁর সমকক্ষ শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-র কাছে এক শোক বার্তা পাঠিয়েছেন।
শোক বার্তায় তিনি লিখেছেন, ‘রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের এই অপূরণীয় ক্ষতির জন্য বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার আমার সঙ্গে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও আন্তরিক দুঃখ প্রকাশ করছে। আমি আল্লাহ (সুবহানাহু ওয়া তা’লা)-র কাছে তাকে (আমিরকে) জান্নাতের সর্বোত্তম স্থান প্রদানের জন্য দোয়া করছি।’
আজ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘শেখ নওয়াফ ছিলেন আমাদের সময়ের বৈশ্বিক মর্যাদার একজন নিষ্ঠাবান, গতিশীল ও দূরদর্শী নেতা।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তিনি (আমির) অবশ্যই বিশ্বের জন্য উৎসর্গ, ত্যাগ ও কৃতিত্বের দৃষ্টান্ত রেখে গেছেন। আরব ও মুসলিম উম্মাহর এই মহান নেতা বাংলাদেশের একজন বিশ্বস্ত ও উদার বন্ধু ছিলেন।’ 
তিনি বলেন, ‘কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়ের কল্যাণে মহামান্যের অপরিসীম অবদানের কথা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে তার উৎসাহ ও আন্তরিক প্রচেষ্টার কথাও আমি স্মরণ করছি।’ 
তিনি বিশ্বাস করেন, প্রয়াত আমির মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও তার দীর্ঘ মানবিক প্রচেষ্টা ও নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, মঙ্গল ও সুখ এবং কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। শেখ হাসিনা বাংলাদেশ ও কুয়েতের দুই ভ্রাতৃপ্রতিম জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-র সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।