শিরোনাম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৩ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা কর্মচারি কল্যাণ তহবিলের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
কল্যাণ তহবিলের সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহীন ও সাংস্কৃতিক সম্পাদক সাগরিকা চৌধুরীর সঞ্চলনায় দিবসটি উপলক্ষে রোববার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বেগম নিলুফার আহমেদ ও ড. শহীদ হোসাইন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকিসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়াও অনুষ্ঠানে কল্যাণ তহবিলের পরিচালনা পর্ষদের সদস্যসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।