বাসস
  ২১ ডিসেম্বর ২০২৩, ১০:০০
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:১৫

খান ইউনুস শহরের আরো এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের : জাতিসংঘ

জেরুজালেম,২১ ডিসেম্বর, ২০২৩(বাসস ডেস্ক) : গাজার দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের ব্যাপক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয়(ওসিএইচএ) এ কথা জানিয়ে বলেছে, বুধবার ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে খান ইউনুসের ২০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এ এলাকায় এক লাখ ১০ হাজারেরও বেশি লোকের বসবাস। এছাড়া এ এলাকায় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত আরো এক লাখ ৪০ হাজারেরও বেশি লোক ৩০টি আশ্রয় কেন্দ্রে বাস করছে।
এদিকে ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনুসের কেন্দ্রস্থলে এক ডজনেরও বেশি সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোয় স্থল, বিমান ও নৌ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।