শিরোনাম
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, এই নাশকতায় জড়িতদের নাম পেয়েছি। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি আরো বলেন, যে কোনো ঘটনার পরে ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতায় শিশুসহ ৪ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নাশকতাকারীরা নির্বাচনকে ভ-ল ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এসব করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসে আগুন দিয়েছে।
হারুন অর রশীদ বলেন, আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে।