বাসস
  ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০০

বড়দিন : রাঙ্গামাটির খ্রীষ্টান পল্লীতে উৎসবের আমেজ

রাঙ্গামাটি, ২২ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : খ্রীষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলার খ্রীষ্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কেক কেটে প্রাক বড়দিন উৎসবের শুভ সুচনা করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
অনুষ্ঠানে চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের চিকিৎসক, ছাত্র-ছাত্রী, স্টাফ এবং খ্রীষ্টান পল্লীর অধিবাসীরা অংশ নেয়। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগর কীর্তন অনুষ্ঠিত হয়। নগর কীর্তনটি চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতাল এবং চন্দ্রঘোনা কুষ্ট হাসপাতাল পরিভ্রমন করে।
হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা. বিলিয়ম এ সাংমার, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক রেভারেন্ড সখরীয় বৈরাগী, পাস্টর মিঃ স্টিফেন মিত্রসহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ, নার্স ও মন্ডলীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান ।
বড়দিন উপলক্ষে জেলার পৌরসভা, বিলাইছড়ি উপজেলাসহ বিভিন্ন খ্রীষ্টান পল্লীতেও উৎসবের আমেজ দেখা গেছে।