বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১২
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৫১

২০৪১ সাল নাগাদ দারিদ্রের হার ৩ শতাংশে নামিয়ে আনা হবে : শেখ হাসিনা

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : ২০৪১ সাল নাগাদ দেশে দারিদ্রের হার ৩ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণাকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ইশতেহার ঘোষণার বক্তব্যে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমানোর বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে দারিদ্র্যের হার ১১ শতাংশে, চরম দারিদ্র্যের অবসান এবং ২০৪১ সাল নাগাদ দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনব।’