শিরোনাম
নীলফামারী, ৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেছেন নীলফামারী-২ (সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে তিনি পূষ্পমাল্য অর্পণ করেন।
এসময় নূর বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনার অপ্রতিরোধ্য জয়যাত্রাকেকোন ষড়যন্ত্রই প্রতিহত করতে পারেনি। জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে তিনি আবারো রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি মো. হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।