শিরোনাম
গাজা উপত্যকা, ফিলিস্তিনী অঞ্চল, ১৭ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : কাতার ভিত্তিক আল জাজিরার ব্যুরো চীফ ওয়ায়েল আল দাহদুহ গাজা ত্যাগ করেছেন।
গাজায় ইসরায়েলী হামলায় তার স্ত্রী, সন্তান ও সহকর্মীরা প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ গাজায় ৫৩ বছর বয়সী আল দাহদুহ বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিককে জানিয়েছেন, তিনি রাফাহ সীমান্ত পাড়ি দিয়েছেন। তিনি কাতার যাবেন। সেখানে তার শরীরে অস্ত্রোপচার হবে। গত মাসে ইসরায়েলী হামলায় তিনি আহত হয়েছিলেন। একই হামলায় কাতার ভিত্তিক আল জাজিরার ক্যামেরাম্যান সামের আবু দাক্কাহসহ কয়েকজন প্রাণ হারিয়েছে।
এছাড়া অক্টোবরে ইসরায়েলের বিমান হামলায় আল দাহদুহ’র স্ত্রী, তাদের দুই সন্তান,এক নাতি নিহত হয়েছে। এছাড়া চলতি মাসে রাফায় গাড়ি চালানোর সময় ইসরায়েলী হামলায় তার বড়ো ছেলেও প্রাণ হারিয়েছেন।
দাহদুহ মঙ্গলবার একজন আত্মীয়কে নিয়ে মিসরে প্রবেশ করেন। এর আগে গত সপ্তাহে তার চার সন্তান রাফাহ সীমান্ত পাড়ি দিয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের হিসেব অনুযায়ী, ইসরায়েল হামাস যুদ্ধে অন্তত ৮২ সাংবাদিক নিহত হয়েছে। এর মধ্যে ৭৫ জন প্রাণ হারিয়েছে গাজায়।