শিরোনাম
সিলেট, ২০ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কের জৈন্তাপুর থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের পুত্র আলী হোসেন সুমন। তারা পরস্পর খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলো।
শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থাবার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
দুর্ঘটনার পর সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নিহত সকলই ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী বলে দাবি করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় বাংলাবাজার নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেট কারে থাকা যাত্রীদেরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকেই মৃত ঘোষণা করেন। মৃত সকলেই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শান্তনা দেন। ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান নিহতদের স্বজনসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। দুর্ঘটনার সংবাদ শুনে সিলেটের সকল মহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেকেই গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।